গাজীপুরে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ 

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ০৯:২০:০৯ || পরিবর্তিত: ১৯ অক্টোবর, ২০২১ ০৯:২০:০৯

গাজীপুরে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ 

 হাসান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: -গাজীপুরে নিজ সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। 

শুক্রবার ৪ মাসের সন্তান নিয়ে ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা আক্তার। সোমবার সকালে বাড়ির সবাইকে তিনি জানান, শ্বাসরোধ করে সন্তানকে হত্যা করেছেন। এরপরই জ্ঞান হারান। 
পূর্ব এনায়েতপুর এলাকায় সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

মৃতেন নাম আবিদুর রহমান, ৪ মাসের আবিদুরের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, চার মাসের আবিদুরকে নিয়ে গত শুক্রবার ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন মা ফাতেমা আক্তার।

সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির সবাইকে তিনি জানান, আবিদুরকে শ্বাসরোধে হত্যা করেছেন। এরপরই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুরের একটি বেসরকারি 
 হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরোও  বলেন, ‘মৃতের গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান সন্ধ্যায় বলেন, শিশুর মায়ের জ্ঞান ফিরেছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রজন্মনিউজ২৪/কে.জামান
 

এ সম্পর্কিত খবর

আফগানিস্তান নিয়ে গুরুতর অভিযোগ পাকিস্তানের

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলপড়ুয়া কিশোরীকে কুপিয়ে জখম

সাংবাদিকের ওপর হামলায় কৃষকলীগ নেতা আরমানের বিরুদ্ধে মামলা

ভারতে তৃতীয় ধাপের নির্বাচনে অমিত শাহসহ হেভিওয়েট প্রার্থী যাঁরা

অগ্রগতি নেই মানবাধিকার পরিস্থিতিতে  বাংলাদেশের

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মাদক বিক্রেতার’ বিরুদ্ধে মামলা

খুলনায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

টেকনাফ বাহারছড়ায় ছবিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র খুন।

আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুক্ত

রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি জার্মানির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ